লক্ষ্মীপুরে রামগতিতে সদ্য সাবেক স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন সুমনকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কমলনগর উপজেলার করুনানগর এলাকার পাটোয়ারীর মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এক পুকুর থেকে উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো: হাসান মোস্তফা স্বপন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতির উপজেলার চর বাদাম ইউনিয়নের সাবেক স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা মিয়া ও শাশুড়ি আঙ্কুরীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সুমন। ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী ও শ্বশুর। মুমূর্ষু অবস্থায় শাশুড়িকে নেওয়া হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। তিনি পেশায় ইট ভাটার শ্রমিক। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের বাবা ছিলেন।
আটক সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, কমলনগর-রামগতি সার্কেল সাইফুল আলম চৌধুরী, রামগতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।
১২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৭ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৭ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৮ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে