ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচার আলমসাধুর ধাক্কায় হুজাইফা নামে ২২ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলার জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ বলেন, শুক্রবার সকালে শিশুটির চাচা আলমসাধুচালক শিপন গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল। এসময় বাড়ির পাশে আলমসাধু রাখতে গিয়ে পেছন দিক থেকে শিশু হুজাইফা বাড়ি থেকে দৌড়ে বের হয়। এতে আলমসাধুর পেছনে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন সুলতানা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
১ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে