নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বকশীগঞ্জে এবার সাংবাদিক মাসুদের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাংচুর



সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বছর ঘুরে আসতে না আসতেই আবারও 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা শিকার সাংবাদিকের নাম মাসুদ উল হাসান। তিনি সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি পদে কর্মরত।  


শুক্রবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে সাংবাদিক মাসুদ উল হাসানের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই রাতেই চারজনের নামোল্লেখে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। 


শনিবার (৮ জুন) দুপুরে পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় সাংবাদিক মাসুদের ওপর হামলার প্রতিবাদে 

স্থানীয় সাংবাদিকরা সমাবেশ ও মানবন্ধন করেছেন। সাংবাদিকরা অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি এবং তার স্বামী আতিক সিদ্দিকীসহ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকেরা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার এবং  বকশীগঞ্জ থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চান।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন স্থানীয় সাংবাদিক ছালাম মাহমুদ বাদি হয়ে জামালপুর আদালতে  

২ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ তোলে 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতির বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় আগামী ২০ জুন স্মৃতির বিরুদ্ধে সমনের আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। মামলার খবরটি স্থানীয সাংবাদিকদের গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করেছিলেন স্মৃতি। কিন্তু সাংবাদিক মাসুদসহ বেশকয়েকজন সাংবাদিক ওই খবরটির তথ্য সংগ্রহ শেষে পৌর শহরের বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে যোগে বাসায় ফিরছিলেন সাংবাদিক মাসুদ উল হাসান। সেখানে রাসেল আমিনের মার্কেটের সামনে পৌছাঁর মাত্রই সাবেক ভাইস চেয়ারম্যান স্মৃতি এবং তাঁর স্বামী আতিক মিয়ার নেতৃত্বে একদল অপরিচিত লোক সাংবাদিক মাসুদের ওপর অতর্কিত হামলা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে সাংবাদিক মাসুদকে হত্যার জন্য হাতে ও পিঠে আঘাত করে। সাংবাদিক মাসুদকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। 

এ সময় মোটর সাইকেল ভাংচুর করাসহ ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুবৃত্তরা। পরে সাংবাদিক মাসুদের ডাকচিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা  মাসুদকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে  যায়। এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় চারজনের নামোল্লেখে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। 


ভুক্তভোগী সাংবাদিক মাসুদ উল হাসান বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে

একাধিক মামলার আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন 

স্মৃতি এবং তাঁর স্বামী আতিকের নেতৃত্বে ৮-৯ জন লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। মোটরসাইকেল ভাংচুর করাসহ ক্যামেরা ছিনিয়ে নিয়েছে তাঁরা। থানায় অভিযোগ দিয়েছি।'


বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, 'হামলার শিকার মাসুদ একজন পেশাদার সাংবাদিক। হামলাকারী আতিক ও স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলাসহ একাধিক মামলার আসামি। প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকেও হত্যার উদ্দেশ্যে মধ্যবাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে আটকে বেদম মারপিট করেছিল এই আতিক ও স্মৃতি। আজ একই কায়দায় তারা সাংবাদিক মাসুদের উপর হামলা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 


অভিযুক্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি বলেন, 'নিজের দোষত্রুটি ডাকতেই আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।'


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, 'খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার শিকার সাংবাদিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'


উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুসহ কতিপয় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন মানবজমিন পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পর দিন ১৫ জুন ময়মনসিংহ জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারানযান। এছাড়া এ উপজেলায় অতীতেও অনেক সাংবাদিক হামলাসহ উদ্দেশ্যপ্রণোদিত মামলার আসামি হওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের ঘটনার একটিরও বিচার হয়নি।


আরও খবর