নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে পুনাকের উদ্যোগে 'সংবর্ধনা' অনুষ্ঠানে 'ভুল বাক্যে' শিক্ষার্থীদের সম্বোধন!


জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে 'ভুল বাক্য' দিয়ে শিক্ষার্থীদের সম্বোধন করার ঘটনা ঘটেছে। ফলে পুলিশ পরিবারের কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে লেখা শব্দ ও বাক্য নিয়ে। এসব ব্যানারে লেখা বাক্যে বানান ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানানে ব্যানার দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


মঙ্গলবার (২৮ মে) বিকেলে জামালপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সংবর্ধনার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, 'কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪।' 

এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'কৃতি শিক্ষার্থী' বাক্যে 'কৃতি' শব্দ নিয়ে। ব্যানারে 'কৃতী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'কৃতি'।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'কৃতি শিক্ষার্থী' বাক্যটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'কৃতী শিক্ষার্থী'। 


অনুসন্ধানে জানা গেছে, বাংলা অভিধানে 'কৃতি' এবং 'কৃতী' বলে সমোচ্চারিত দুটি পৃথক শব্দ রয়েছে। শব্দ দুটি বানানে ভিন্নতা যেমন। তেমনই অর্থও আলাদা। 'কৃতি' শব্দের অর্থ নির্মাণ, রচনা বা সম্পাদিত কর্ম। যেমন- সুকৃতি বা কবিকৃতি। অন্যদিকে 'কৃতী' শব্দের অর্থ কর্মকুশল, কৃতকার্য বা গুণবান। যেমন- কৃতী পুরুষ বা কৃতী শিক্ষার্থী। মূলত 'কৃতি' শব্দটি বিশেষ্য। কিন্তু 'কৃতী' শব্দটি বিশেষণ। কৃতিজনের গুণাবলী প্রকাশে 'কৃতী' শব্দ ব্যবহৃত হয়। পক্ষান্তরে ব্যক্তি প্রশংসাযোগ্য যা করে, তা ওই ব্যক্তির 'কৃতি' এবং ওই 'কৃতি' ব্যক্তিকে প্রকাশের লক্ষ্যে 'কৃতী' বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, 'গীতাঞ্জলি' কৃতী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কৃতি।'



শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'কৃতি' এবং 'কৃতী' শব্দের অর্থ এক নয়। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। অর্থের ভিন্নতা জানা না থাকায় অনেকেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। 'কৃতী শিক্ষার্থী' স্থলে 'কৃতি শিক্ষার্থী' লিখলে ভুল হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা জরুরিই বটে। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চার বিকল্প নেই।'


আরও খবর