নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে আনীত অনাস্থার প্রস্তাবের অভিযোগ ফের তদন্ত


জামালপুরের ইসলামপুর পৌর মেয়র মো. আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে ফের তদন্ত শুরু হয়েছে।


আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় পৌর কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস মেয়ের বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেন। 

এসময় পৌর কার্যালয়ে ১২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তবে দিনব্যাপী তদন্তকাজ চললেও অভিযুক্ত মেয়র আব্দুল কাদের সেখ তদন্ত কর্মকর্তার সামনে উপস্থিত হননি। 


পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল 

মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দ্বিতীয় দফায় অনাস্থা প্রস্তাব এনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব বরাবর ১১ কাউন্সিলর লিখিত আবেদন করেন। গত ৯ মে কাউন্সিলরদের পক্ষে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. দেলোয়ার হোসেন লেবু এবং মেয়র আব্দুল কাদের সেখ বরাবর 'মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে তদন্তকরণ' শীর্ষক এক নোটিশ প্রেরণ করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। 


ওই নোটিশে বলা হয়েছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে উল্লিখিত অভিযোগসমূহ (পৌরসভার বিভিন্ন কাজে স্বেচ্ছাচারী আচরণ, ইসলামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বিজেসি গুদামে জোরপূর্বক অনুপ্রবেশ, বিজেসি'র সরকারি সম্পত্তি বেদখল ও কাচ্চাপ্রেসসহ বিভিন্ন মালামাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অপসারণ, মূল্যবান গাছপালা কর্তন, বিভিন্ন উন্নয়ন কাজে সীমাহীন দুর্নীতি, আইন বহিঃর্ভূতভাবে পৌরসভার কর্মচারী নিয়োগ ও লাইসেন্স প্রদান, বে-আইনীভাবে পরিষদের রেজুলেশন ছাড়াই বিভিন্ন প্রকল্প গ্রহণ ও টেন্ডার এবং নিম্নমানের কাজ হওয়া সত্ত্বেও কাজের বিল প্রদান) এর বিষয়ে আজ সকাল ১১ টায় ইসলামপুর পৌরসভায় তদন্ত অনুষ্ঠিত হবে।

এসময় অনাস্থা প্রস্তাবে সম্মত সকল কাউন্সিলরের উপস্থিতি থাকতে বলা হয়েছে। এছাড়া তদন্তকালে উভয়পক্ষকে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণাদিসহ উপস্থিত থাকতেও বলা হয়।


উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে জেলা প্রশাসকের কাছে প্রথমব্রের মতো অনাস্থা প্রস্তাব জমা দেন ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন পৌর কাউন্সিলর। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। 


গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। 

গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়েরকৃত একটি রিট আবেদন শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ। 


পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, 'মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাময়িক বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের

অভিযোগ তদন্ত করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস। দুর্নীতি প্রাণিত হওয়ায় মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসলামপুর পৌরবাসীর। আমরা আশা রাখি, পৌরবাসীর দাবি নিশ্চয় পূরণ হবে।'



মেয়র মো. আব্দুল কাদের সেখ বলেন, 'রিট আবেদনের প্রেক্ষিতে আমাকে সাময়িক বরখাস্ত করার আদেশ আগামী ৬ মাসের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এখন আবার আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। বিষয়টি বুঝতে পারছি না। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।'

আরও খবর