জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবু বেপারী (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। গ্রেপ্তার বাবু বেপারী পৌর শহরের পূর্ব পলবান্ধা বেপারীপাড়া এলাকার খোরশেদ আলম বেপারীর ছেলে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাবু বেপারীকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শনিবার রাতে বসতবাড়ি থেকে বাবু বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদি হয়ে গ্রেপ্তার বাবু বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এসআই) দেলোয়ার হোসেন বলেন, 'আমিসহ এএসআই আব্দুল হাদি, কনস্টেবল শরীফ মিয়া, শাহীন মিয়াসহ সঙ্গীয় ফোর্সরা বসতবাড়ির আঙ্গিনায় মাদক বিক্রির সময় বাবু বেপারীকে আটক করি। এসময় তার কাছে থাকা ১৮ গ্রাম হেরোইন
জব্ধ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য হবে ১ লাখ ৮০ হাজার টাকা।
ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, 'জব্দকৃত হেরোইনসহ গ্রেপ্তার বাবু বেপারীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ((জিআরও) মাজহারুল ইসলাম বলেন, 'মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে বাবু বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'আমরা মাদকমুক্ত ইসলামপুর গড়তে সবসময় সচেষ্ট রয়েছি। মাদক বিরোধী পুলিশী অভিযান চলমান।
৬ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে