ইং-১৫/০২/২০২৪খ্রি. তারিখ সরিষাবাড়ী থানা পুলিশ সরিষাবাড়ী পৌরসভাধীন বাউসী বাজার ঋষিপাড়া সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১. মমতা রানী মনি ঋষি(৫৫), স্বামী-মৃত চিনি মোহন চন্দ্র ঋষি, ২. নিতাই ঋষি(২২), পিতা-মৃত চিনি মোহন চন্দ্র ঋষি উভয়সাং-বাউসী বাজার ঋষিপাড়া, থানা-সরিষাবাড়ী জেলা-জামালপুরদের বসত বাড়ি হইতে সর্বমোট দেশীয় তৈরী চোলাই মদ ৬০ লিটার মূল্য ৩০,০০০/-টাকা সহ গ্রেফতার করা হয়। উক্ত সময় আসামী ৩. সুশীল ঋষি(৩২), পিতা-মৃত- সুনীল ঋষি ৪. জোসনা রানী ঋষি(৪২), স্বামী-মৃত চিনি মোহন চন্দ্র ঋষি , উভয়সাং- বাউসী বাজার ঋষিপাড়া, থানা- সরিষাবাড়ী, জেলা -জামালপুর দৌড়াইয়া পালিয়ে যায়। ধৃত ও পলাকত আসামীদের বিরুদ্ধে দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও তৎকাজে সহায়তা করার অপরাধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় সরিষাবাড়ী থানার মামলা নং-০৯ তারিখ-১৫/০২/২০২৪খ্রি, রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মামলাটি তদন্ত অব্যাহত আছে।
৬ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
২০ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
২৩ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে