জামালপুর ১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এমপি আবুল কালাম আজাদ সানন্দবাড়ীতে নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং এর নির্দেশ দিয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায় এমপি আবুল কালাম আজাদ এর নির্দেশনা অনুযায়ী দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া বেড়িবাধ থেকে মৌলভীরচর ভাটি পাড়া পর্যন্ত দুর্গত নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষার্থে জিও ব্যাগ ডাম্পিং করার নির্দেশ দেন।
জানা যায়, ১১ জুলাই মঙ্গলবার চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি দল এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সহ-সভাপতি ইউনুস আলী মোল্লা, সহ-সভাপতি শেখ নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ি কলেজের সাবেক প্রভাষক সাখাওয়াত হোসেন প্রমূখ।
সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেন অল্প কয়েক দিনের মধ্যেই নদীর বাম তীর রক্ষার্থে স্থায়ী বাধ নির্মাণ করা হবে।
ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
২১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে