অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ

তুচ্ছ ঘটনায় মারা গেলেন এক বীর মুক্তিযোদ্ধা : পুলিশ হেফাজতে তিন নারীসহ- ৫


জামালপুরের ইসলামপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় দু'পক্ষের দস্তাদস্তিতে ছাদেক আলী মাস্টার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তবে তাঁকে কিলঘুষি দিয়ে হত্যা করার অভিযোগ তোলেছেন তাঁর স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে তিন নারীসহ পাঁচজনকে।

শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহেরকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ছাদেক আলী মাস্টার ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে। তিনি পার্শ্ববর্তী ঢেংগারগড় সর্দার বাড়ি জামে মসজিদে ইমামমতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসা থেকে সহকারী শিক্ষক পদে অবসর গ্রহণ করেন ছাদেক আলী।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, আটককৃত নারীরা হলেন মৃত জয়নাল আহম্মেদের স্ত্রী
গোলাপফুল বেগম (৭০), মিয়া উদ্দিনের স্ত্রী মোছা. নার্গিস (৬৫) নুর হোসেনের স্ত্রী মোছা. ফুলে (৪০), ছামিউল (৬০) এবং অজ্ঞাত এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে সড়কের পাশের জমিতে বৃষ্টির পানি নিষ্কাশন করাকে কেন্দ্র করে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর ছেলে রফিকুল ইসলাম দুখুর সঙ্গে বিরোধের সৃষ্টি হয় বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীর। এনিয়ে দু'পক্ষের কথা-কাটাকাটি হয়। দু'পক্ষের মধ্যে দস্তাদস্তির এক পর্যায়ে ছাদেক আলী মাস্টার অসুস্থ্য হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ছাদেক আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীর ছেলে আব্দুল্লাহ বলেন, 'বৃষ্টির পানি নিষ্কাশন করতে সড়কের পাশ দিয়ে ড্রেন কেটে দেওয়াকে কেন্দ্র করে পূর্ব শক্রুতার জের ধরে প্রতিবেশী রফিকুল ইসলাম দুখু, নাচ্চু মিয়া, বাচ্চা শেখ, তোতা শেখ, লাজু শেখ ও জালাল শেখ গংদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমার বাবাকে তারা ধাক্কা দিয়ে কিলঘুষি মারে। এতে আব্বা গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্বাকে মৃত ঘোষণা করেন। দিবালোকে আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।'

অভিযুক্ত রফিকুল ইসলাম দুখু বলেন, 'তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়েছে ঠিক। তবে আমরা বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীকে আঘাত করেনি। মূলত তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। তাঁর হর্ডে রিং পড়ানো ছিলো। উচ্চস্বরে কথা বলায় তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। আমাদের অযথা ফাঁসানো হচ্ছে।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, 'হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে বীর মুক্তিযোদ্ধা ছাদের আলীকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।'

ইসলামপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'মৃত বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।''

এ ব্যাপারে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন, দিনে দুপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে মেরে ফেলা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।'


আরও খবর