'উদ্যোক্তা হবার উদ্যোগের শুরু হোক আজ’স্লোগান নিয়ে গাজীপুরের শ্রীপুরে উপজেলা চত্বরে চলছে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা।
বৃহস্পতিবার(২৬ই জানুয়ারি)শ্রীপুর লাইফ লাইন উদ্যোগে মেলার প্রথম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিটি স্টলে তরুণ উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য কিনছেন ক্রেতারা।
দুই দিনের এই মেলায় ৩৭টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মেলা চলবে।আগামীকাল শুক্রবার ২৭ই জানুয়ারি মেলা শেষ হবে। সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
কলেজ ছাত্র রাকিব বলেন, এই মেলায় উন্নত মানের সকল ধরনের পণ্য পাওয়া যায় এবং দামও কম থাকে।
শ্রীপুর লাইফ লাইনের এডমিন প্যানেলের সদস্য জুবায়ের বলেন, ১০ জন এডমিন প্যানেলের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের কাছ থেকে কোনো প্রকার অর্থ নেওয়া হয় না। এই মেলায় অধিকাংশ নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে। উদ্যোক্তাগণ তাদের নিজস্ব হাতে তৈরি পণ্য সামগ্রী নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে। আগামীতে আরও বৃহৎ পরিসরে মেলায় আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।উদ্যোক্তা তৈরি আমাদের প্রধান লক্ষ্য।
২৮ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৪ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৭৯ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
২০১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
২৩৭ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৩৭ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে