পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে
যতো কাছে মনে হয়,
ঐ-আকাশটা ততটা কাছে নয়।
ঠিক কোনো মানুষকে যতটা আপন মনে হয়,
আসলে সেই মানুষটা ততটা আপন না।
পৃথিবীতে কেউ কেউ এমন ভাগ্যবান যে,
মানুষকে অনেক কষ্ট দিয়েও ভালোবাসা পায়,
আর আমি হতভাগা যতই ভালোবাসি
তার বিনিময়ে শুধু কষ্ট পাই।
কষ্ট হলো সেটাই-
যা বুকের ভিতরে জমাট বেঁধে থাকে।
কষ্টগুলা চোখের জল হয়ে গড়িয়ে পড়ে না,
যা সবার কাছে প্রকাশিত করাও যায় না!
শুধু বুকের মধ্যে একা একাই অনুভব হয়।
কিছু মানুষ মনের অজান্তে খুব কাছে আসে,
আবার মানুষটা অনেক দূরেও চলে যায়।
কিন্তু কোন স্মৃতি রেখে যায় বুঝতে পারে না,
তার চলে যাওয়া কারো কাছে কতটা কষ্টের
সেটা তো কখনোই অনুভব করতে পারে না।
যখন থেকে নিজেকে ভালোবাসতে শিখেছি,
তখন থেকে আনন্দ কি জিনিস তা চিনেছি।
আর যেইদিন তুমি আমাকে রেখে চলে গেছো,
ঐদিন বুঝতে পেরেছিলাম আনন্দ ক্ষানিকটা হইলেও কষ্টগুলা হয় দীর্ঘস্থায়ী।
আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক,
তবে আমি চাই প্রিয় একজন অপেক্ষা করুক।
কারন, সবাই তো ভালোবাসতে পারে,
কিন্তু অপেক্ষা কয় জনেই বা করতে পারে ?
হাবিবা হ্যাপি
পীরগাছা, রংপুর।
৩ দিন ২ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৭ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে