নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাঙ্গলকোটে ‘টেন্ডার ছাড়াই’ উপজেলা পরিষদের গাছ কেটে এলাকা ছায়াশূন্য করলেন ইউএনও

কুমিল্লার নাঙ্গলকোটে ‘টেন্ডার ছাড়াই’ উপজেলা পরিষদের গাছ কেটে এলাকা ছায়াশূন্য করে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব। জানাযায় গত শুক্রবার ও শনিবার উপজেলার পরিষদের ভেতরে শহীদ মিনারের সামনের বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুবের দাবি, টেন্ডারের মাধ্যমে গাছ কাটা হচ্ছে। অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলছেন এখনো টেন্ডার হয়নি। উপজেলা মিটিংয়ে রেজল্যুশন হয়েছে মাত্র।

সরেজমিন দেখা যায়, উপজেলার শহীদ মিনারের সামনে ১৫-২০ শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে প্রায় অর্ধশত বছরের পুরনো বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলেছেন নাঙ্গলকোট বাজারের স্বাধীন করাতকলের মালিক ইউছুফ। সঙ্গে সঙ্গে গাছগুলোর ডালপালা ছাঁটাই করে তার করাতকলে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, ১৯৮৩ সালে নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাছগুলো লাগানো হয়। গাছগুলো বছরের পর বছর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল। মনোরম পরিবেশের বিশাল আকৃতির মেহগনি গাছগুলো দেখতেও ছিল দৃষ্টিনন্দন। গরমের সময় দূরদূরান্ত থেকে উপজেলা পরিষদে আসা মানুষজন গাছের ছায়ায় বসে ক্লান্তি দূর করতেন।

আরও জানা যায়, স্বাধীন করাতকলের মালিক ইউছুফকে দিয়ে গত বছরের ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের ভেতরের বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আরও শতাধিক গাছ কেটে ফেলেন ওই নির্বাহী কর্মকর্তা। তার পরে নতুন করে আর কোনো গাছ লাগানো হয়নি পরিষদ চত্বরে। যদিও তিনি বলেছেন নতুন চারাগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি পার্কে রূপান্তরিত করবেন।

মেসার্স স্বাধীন করাতকলের মালিক ইউছুফ বলেন, গাছগুলো টেন্ডার হয়নি। ইউএনও স্যার বলছেন গাছগুলো কেটে তার করাতকলে রাখার জন্য। পরবর্তী সময় টেন্ডারের মাধ্যমে যে গাছগুলো পাবে সে গাছগুলো নিয়ে যাবে।

উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, এ ১২টি গাছের এখনো টেন্ডার হয়নি। উপজেলা পরিষদ মিটিংয়ে ৪৮টি গাছ কাটার জন্য রেজল্যুশন হয়েছে। টেন্ডার হওয়ার পর গাছ কাটার কথা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেন, গাছগুলো কাটার টেন্ডার হয়েছে। পত্রিকায় টেন্ডার বিজ্ঞাপন দিয়ে গাছগুলো কাটা হচ্ছে।

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, গাছ না থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে। একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগাতে হয়। বিষয়টি খতিয়ে দেখব।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম উপজেলা পরিষদের গাছ কাটা হচ্ছে। খোঁজ নিয়ে দেখি গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটা হচ্ছে কি না।

আরও খবর