বগুড়ার শেরপুরে জুয়ার আসর থেকে কৃষকলীগ নেতাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার (২২মার্চ) রাতে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কদিম হাসড়া গ্রামের বিমল চন্দ্রের বাড়িতে ওই জুয়ার আসর বসানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় দড়ি হাসড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৭), একই গ্রামের খলিলুর রহমান (৫২), আব্দুস সাত্তার (৫০) ও সোলায়মান আলী (৫১)। খোঁজ নিয়ে জানা যায়, বেশকিছুদিন ধরেই বিমল চন্দ্রের বাড়িতে জুয়া খেলা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও সেখানে জুয়ার আসর বসানো হয়। গোপনে বিষয়টি জানতে পেরে অভিযান চালান শেরপুর থানার পুলিশ। একপর্যায়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। এসময় নগদ এক হাজার চারশ’ নব্বই টাকা, এক সেট তাস, একটি চাদরসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে রবিবার দুপুরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।
১ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৫২ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে