নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ


বগুড়ার নন্দীগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা ষাঁড় গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়ের বিরুদ্ধে।


দুর্নীতি দমন কমিশন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া প্রেসক্লাব ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি, শ্রী প্রদীপ কুমার।


এদিকে  প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপকারভোগী ৬৮ পরিবারের মাঝে গত (২৬ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম  উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩৪টি বকনা ও ৩৪টি ষাঁড় গরু বিতরণ কার্যক্রম করা হয়েছিলো।


অভিযোগে তারা বলেন,  সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নন্দীগ্রাম উপজেলায় ৬৮ জন খামারীদের মধ্যে বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়। বিতরণে অনেক অনিয়ম ও দূনীতির প্রমান রয়েছে। সরকারী বিধি অনুযায়ী গরিব অসহায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর লোকদের মাঝে বিতরণ করার জন্য প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বড়ই দুঃখের বিষয় এলাকার প্রভাবশালী নেতৃস্থানীয় লোকদের মাঝে এসব বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।


তারা আরো বলেন, বিগত ২৬/১২/২০২৪ইং তারিখে যে ব্যক্তি ভেড়া পেয়েছে সেই ব্যক্তিকেই আবারো বকনা ও ষাঁড় দেওয়া হয়েছে এমন অসংখ্য প্রমাণ রয়েছে, এটা শুধুমাত্র স্বেচ্ছাচারিতা ও ঘুষ লেনদেন এর মাধ্যমে এই ন্যাক্কারজনক কাজটি তারা করেছে। যাহা অর্থের দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে অসৎ উপায় অবলম্বন করে বরাদ্দকৃত বকনা ও ষাঁড় গরু বিতরণ করেছে। এছাড়াও যারা গেজেটভুক্ত নয় তাদের মাঝে অর্থনৈতিক ভাবে প্রভাবিত হয়ে বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। যাহা আমাদের কাম্য নহে। উক্ত বিষয়টি  সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  দাবী জানান তারা।


এবিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায় বলেন, প্রদীব আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আমার কাছে বেশ কিছু গরু দাবি করে গরুগুলি না পাওয়াই সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।


এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নন্দীগ্রামের প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর