ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

নন্দীগ্রামে কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল আগাছানাশকে ক্ষতিগ্রস্ত আখ চাষি



বগুড়ার নন্দীগ্রামে আখ ক্ষেতে কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল আগাছা নাশক প্রয়োগ করে আখ গাছ মারা যাওয়ায় ক্ষতিগ্রস্থ’ হয়েছে এক গরীব আঁখ চাষী।


সরেজমিনে গিয়ে ও বিস্তারিত তথ্য জানা যায়, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি কদমকুড়ি গ্রামের রইচ উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন নিজ জমি না থাকায় ৫০ হাজার টাকা দিয়ে পৌনে দুই বিঘা জমি পত্তনি নেয়। তার নেওয়া পত্তনি জমিতে গত দুই মাস আগে ২৫ হাজার টাকা দিয়ে আখের চারা রোপন করেন। চারা রোপন করার কিছুদিন পর আখের জমিতে আগাছা জন্ম নিলে মোফাজ্জল হোসেন তা নিধন করার জন্য পাশ্ববর্তী মুরাদপুর কিরনমালা বাজারের মো: নুরুল ইসলামের মেসার্স নুরুল ট্রেডার্স নামক কীটনাশকের দোকানে গিয়ে জানালে বিক্রেতা নুরুল ইসলাম তাকে র‌্যাপিড নামক ৫শ মিলির বোতলের একটি আগাছা নাশক প্রয়োগ করতে বলে এবং এতে ফসলের কোন ক্ষতি হবে না বলে জানায়। কীটনাশক দোকানী নুরুল ইসলামের দেওয়া আগাছা নাশক নিয়ে মোফাজ্জল হোসেন তার আঁখের জমিতে গত তিনদিন আগে প্রয়োগ করে। আগাছানাশক প্রয়োগের পরদিন থেকে মোফাজ্জল হোসেনের আঁখ গাছ গুলো লাল হয়ে শুকিয়ে মারা যাওয়া শুরু করে। আখ ক্ষেতের এমন অবস্থা দেখে মোফাজ্জল হোসেন দিশেহারা হয়ে কীটনাশক বিক্রেতা নুরুল ইসলাম কে জানিয়ে জমি পরিদর্শন করার কথা বললে তিনি তার কথায় কর্নপাত করেন নি এবং জমি পরিদর্শন করেন নি।


এবিষয়ে ক্ষতিগ্রস্থ আখ চাষী মোফাজ্জল হোসেন জানান, আমি গরিব মানুষ ধার দেনা ও ঋণ করে জমি পত্তনি নিয়ে আখ চাষ করেছিলাম কিন্তু কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল আগাছানাশকে আমার সব শেষ। আমি ৮মাস পর থেকে আঁখ তুলতে পারতাম আখ বিক্রি করে আমার ৫ থেকে ৬ লাখ টাকার আখ বিক্রি করতে পারতাম। আমি আখ বিক্রির টাকায় ধারদেনা মিটিয়ে ভালোভাবে সংসার চালাতে পারতাম কিন্তু এখন আমি কি করবো আমি পথের ফকির হয়ে গেলাম।


এবিষয়ে কীটনাশক বিক্রেতা নুরুল ইসলাম জানান, আমি তাকে আগাছা নাশক আখ গাছের নিচের দিক দিয়ে প্রয়োগ করতে বলছি তাতে আখ গাছের কোন ক্ষতি হবে না। কিন্তু সে যদি আখ গাছের উপর দিক দিয়ে প্রয়োগ করে তাতে আমার কি করার আছে।


এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, উক্ত ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ আখ চাষী যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর