বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। গত বুধবার (১৭ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী রহিমা বেগম ওরফে শুটকি (৪৬) ও কলসা সোনারপাড়ার জফির কাজির ছেলে জাহাঙ্গীর ওরফে মুরগি জাহাঙ্গীর (৪০) ছাতিয়ানগ্রাম দুর্গাপুরের আয়েজ উদ্দিনের ছেলে আজিজুল ফকির (৫৮) ও উথরাইল উত্তরপাড়ার জালাল আহমেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সান্তাহার চা-বাগান এলাকা থেকে বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ রহিমা বেগম ওরফে শুটকিকে গ্রেফতার এবং সান্তাহার সোনারপাড়া জনৈক সাহেরার বাসার সামনে থেকে তিন গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর ওরফে মুরগি জাহাঙ্গীরকে গ্রেফতার, দুর্গাপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আজিজুল ফকির ও রেল ক্রসিংয়ের পাশে থেকে জাহাঙ্গীর আলমকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান. গত বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
২১ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে