নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পর্যাপ্ত উৎপাদন হলেও মোরেলগঞ্জে মাছের বাজারে আগুন



সুন্দরবনের অংশবিশেষ নিয়ে পানগুছি নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের  ঘেরা বাগেরহাটের একটি উপজেলা মোরেলগঞ্জ। এখানে রয়েছে অসংখ্য খাল, বিল, পুকুর ও নদী সহ অন্যান্য জলাশয়।

ফলে মোরেলগঞ্জেচাহিদার তুলনায় মাছের উৎপাদন  পর্যাপ্ত হলেও এখানকার বাজারগুলোতে মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে। তাই বেশী দামেই ক্রেতারা মাছ কিনতে বাধ্য হচ্ছেন।

আবার বেশি দাম দিয়েও মিলছেনা চাহিদানুযায়ী ভাল মাছ । উৎপাদিত বেশীর ভাগ মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় স্থানীয় ভোক্তাদের চড়া দামে মাছ কিনতে হয়। স্বল্প আয়ের ক্রেতাদের মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানা যায়, মোরেলগঞ্জ উপজেলায় সাড়ে তিন লাখ  মানুষের জন্য বছরে  মোট মাছের চাহিদা ৬ হাজার ৮শ' মেট্রিক টন। প্রতিবছর উৎপাদন  হচ্ছে ১০ হাজার ৬শ' মেট্রিক টন। বছরে প্রায় ৪ হাজার মেট্রিক টন মাছ উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে। মাছ চাষ ও উৎপাদনের জন্য উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ হাজার খাল,বিল,পুকুর,জলাশয়, মৎস্য ঘের রয়েছে। উপজেলায় মোট মাছ চাষীর সংখ্যা ১১ হাজার ২শ' জন।

উপজেলার  কেন্দ্রীয়  বাজার মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বোয়াল ১০০০ থেকে ১২০০ টাকা, আইড় ১০০০ থেকে ১১০০ টাকা, ইলিশ বড় ১৮০০ থেকে ২০০০ টাকা, মাঝারি ১০০০ থেকে ১২০০ টাকা, ভেটকি ১০০০ থেকে ১২০০ টাকা,গলদা  বড় ১২০০ থেকে ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৯০০ টাকা, শিং ৬০০ থেকে ৮৫০ টাকা, চিতল  ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে চাষের কৈ মাছ ২২০ থেকে ৩৮০ টাকা, রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতলা ২৫০ থেকে ৪৪০ টাকা, পাঙ্গাশ ৯০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৭৫ টাকা, দেশী পুঁটি ২০০ থেকে ৪০০ টাকা, টাকি ৩০০ থেকে ৪০০ টাকা ও শোল মাছ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত পাঁচ বছরে উপজেলায় মাছের চাহিদা ও উৎপাদন সন্তোষজনক হারে বেড়েছে। কিন্তু মাছের দাম না কমে উল্টো বেড়েই চলছে। 

স্থানীয় বাজারে মাছ কিনতে আসা কয়েকজন জানান, বাজারে কোল্ডস্টোরের মাছ কম দামে পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু তাজা মাছ কিনতে গেলে চোখ কপালে উঠে যায়। এত দাম আগে কখনো ছিল না৷ এখানে বিক্রেতাদের মাঝে একটি সিন্ডিকেট  গড়ে উঠেছে বলে তারা জানান। আর এই  সিন্ডিকেটের কাছে গ্রামীণ মৎসচাষীরা এবং ক্রেতারা জিম্মি হয়ে আছে। গ্রাম থেকে মৎসচাষীরা বাজারে মাছ বিক্রি করতে আসলে তাদের আড়ৎদার সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হয়। তারা সরাসরি  মাছ বিক্রি করতে পারলে মাছের দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকত বলে তাদের অভিমত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বিনয় রায় জানান, উপজেলায় এবার পর্যাপ্ত মাছ উৎপাদন হয়েছে। এখানে উৎপাদিত মাছ দেশের মৎস্য সেক্টরে বিশেষ ভুমিকা রাখছে। উপজেলায় মাথাপিছু মাছের চাহিদা ৩০ গ্রাম।  উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। প্রকৃত মৎস্যচাষীদের মাঝে সহজ শর্তে ঋণ ও আইডি কার্ড বিতরণ, পোনা অবমুক্তকরণ, জাল বিনিময় সহ নানা  কর্মসূচি পালন করা হয়। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল মালেক বলেন, বাজারে মাছের দাম সহনীয় পর্যায়ে রাখতে  শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সিন্ডিকেটের কারণে মাছের দাম বেড়ে গেলে সেইসব অসাধু মাছ ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর