বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,ধর্মের লেবাসধারী একটি দল শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে। এমনকি দেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নেমে পড়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় রেলগেট ট্রাকস্ট্যান্ড মাঠে শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন,তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন। বিএনপিই হচ্ছে প্রকৃত স্বাধীনতার চেতনার দল। আর যে দলটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,সেই অপশক্তি কখনই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি চায় না।সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আর বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও সাব্বির হোসেন ভুইঁয়া সাফি।
এছাড়াও আরও উপস্থিত,সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ৩৭ মিনিট আগে