নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেছেন সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) বাংলাদেশ সেনাবাহিনী, সাধারণ সম্পাদক বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সার্জেন্ট অ্যাসোসিয়েশন রংপুর, কোষাধ্যক্ষ নীলফামারী জেলা সমিতি রংপুর ও বাহাগিলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান।
বুধবার (০১ অক্টোবর)উপজেলার বাহাগিলী ইউনিয়নে বিকাল থেকে রাত পর্যন্ত তিনি একে একে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি শান্তি-সম্প্রীতির অটুট ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারে সেই বার্তাও দেন। উল্লেখ- পূজা মন্ডপগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ ঘন্টা ৪৩ মিনিট আগে