শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার(১ লা অক্টোবর) সন্ধ্যায় তারা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে একত্রে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। এসময় সাংবাদিক নেতৃবৃন্দের কাছে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, দপ্তর সম্পাদক মোঃ মান্নার মিয়া।
আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি মানিকলাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দুলাল দাস সহ আর অনেকে।