বগুড়ার আদমদীঘিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজা ও ৬ লিটার চোলাই মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালত চার মাদক কারবারিকে কারাদন্ড ও জরিমানার আদশে প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার বাগবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের ছেলে হামিদুল ইসলাম (৫০), একই উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার ওসমান আলীর ছেলে আপেল ওরফে আজাদ (৩৫), জয়পুরহাট জেলার আবাদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে কামরুজ্জামান (৩৫) এবং একই গ্রামের শ্রী প্রফুল্ল প্রামানিকের ছেলে স্বপন প্রামানিক(৪০)।
আদমদীঘির সান্তাহার “খ” সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম সান্তাহার সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ওই চার মাদক কারবারীকে আটক করে। বিকেলে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে চার মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ৪৩ মিনিট আগে