উখিয়া উপজেলার বড় ইনানী এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (২৬), দীর্ঘদিন ধরে “ক্যান্সার রোগে ভুগছেন। উন্নত চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে।
এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, স্টুডেন্ট ইউনিট সোসাইটি (SUS) তাঁর চিকিৎসার জন্য নিজেদের ফান্ড থেকে এবং বিভিন্ন মাধ্যম হতে সংগ্রহকৃত অনুদান হিসেবে ৮৬,৪০০/- টাকা রোগীর পরিবারের হাতে হস্তান্তর করেছে।
সংগঠনের উপদেষ্টা নুরুল আলম ওয়াহিদ জানান, “মানবিক বিপর্যয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রোকসানার চিকিৎসা যেন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
স্টুডেন্ট ইউনিট সোসাইটি'র সভাপতি মীর আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোছা সহ সিনিয়র নেতৃবৃন্দরা এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, স্টুডেন্ট ইউনিট সোসাইটি বিভিন্ন মানবিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আর্থিক সহযোগিতা পেয়ে রোগীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁরা রোগীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।
২ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে