নিউইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের উপর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রব্বানী, পঙ্কজ রয়সহ বিশের অধিক শিক্ষার্থী।
এসময় সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, "সরকারের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান করা। শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে গ্রহণ করেছে, তার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। স্বচ্ছ রোডম্যাপ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এছাড়াও তিনি সাজিদ হত্যাকাণ্ডের সুরাহার দাবি জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি কঠোরভাবে দেখার আহ্বানও জানান।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ ঘন্টা ৫৩ মিনিট আগে