দূর থেকে দেখে মনে হবে ৩ বা ৪ বছর বয়সী কোন শিশু হেঁটে আসছে। শরীরের ঘটন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বুঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে থেমে গেছে ১৮ বছর বয়সী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ।
২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়র্ডের ফারুক জাহেদা দম্পতির কোল জুড়ে আসে তৌহিদ। দুই ভাই ও এক বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়া পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোন প্রকার কুলকিনারা হয়নি। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের।