নাগেশ্বরীতে বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের জ্যেষ্ঠ কন্যা। নিহত শিশু মুন্তাহা'র নানা ফজলু ও মজনু মিয়া জানান, ছোট্ট নাতনীটি স্কুলে পড়াশোনার জন্য তাদের কাছে এসেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই অপ্রত্যাশিতভাবে তাকে হারাতে হলো।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, খেলার সময় তিনতলার বারান্দা থেকে পড়ে যায় মুন্তাহা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে থেকে রংপুর মেডিকেলে পাঠানোর পথে তিস্তা সেতুর কাছে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, স্কুল চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করেন না। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ বিষয়ে স্কুল কর্তপক্ষ ও নিহতের পরিবার থেকে কিছু জানায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার পরেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ২০ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৮ মিনিট আগে