মোংলা প্রতিনিধিঃ
মোংলা বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উচ্ছেদ ঠেকানোর দাবািতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কয়েক’শ শ্রমিক। পরে বেলা ১১টায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা শ্রমিকেরা বন্দরের জায়গায় বসবাস করে আসছি। আমরা বন্দরে শ্রমিকের কাজ করি, আমরা কাজ না করলে বন্দর অচল হয়ে পড়বে। তাই আমাদের পুনবার্সনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করলে আমরা প্রাণ দিয়ে হলেও তা মোকাবেলা করবো।
এ সময় বক্তারা জাহাজে শ্রমিকের কাজ বন্ধ করে বন্দর অচল করে দেয়ারও হুমকি দেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ অন্যান্য পেশার অবৈধ দখলদাররা অংশ নেন।
উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষের মাস্টারপ্লান বাস্তবায়নে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধার জরুরি হয়ে পড়েছে। তাই ২৫ মে’র মধ্যে বন্দরের বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ করছে বন্দরের সম্পত্তি শাখা।
৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ১ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ ঘন্টা ৫০ মিনিট আগে