মোংলা প্রতিনিধিঃ
মোংলা বন্দরে খালাসের জন্য বিদেশ থেকে পণ্য আমদানি করে আনা ঢাকার “মুন্না এন্টারপ্রাইজ” নামে এক আমদানিকারককে খুঁজছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষসহ প্রশাসনের সদস্যরা। “রিবন বা ফিতা” আমদানির ঘোষণায় আইন বহির্ভূত ৭ কোটি ৮০ লাখ টাকার সিগারেট আমদানি করায় শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়েছে উক্ত কোম্পানির বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত এ প্রতিষ্ঠানের কোন হদিস পাচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ। খুঁজে পাওয়া গেলে কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় মোংলা কাস্টমস হাউজ।
মোংলা কাস্টমস হাউস সূত্রে জানান, গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর পতাকাবাহী “এমভি কোটা রেষ্টু” নামক কন্টেইনারবাহী একটি বাণিজ্যিক জাহাজে ২০ ফুটের একটি কন্টেইনার বোঝাই করে পণ্য আমদানি করে ঢাকার পুরানো পল্টন এলাকার “মেসার্স মুন্না এন্টারপ্রাইজ” নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সেখানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে “রিবন বা ফিতা” আমদানি করার ঘোষণার বিপরীতে আইন বহির্ভূত আরব আমিরাতের ওরিস সিলভার ব্রান্ডের সিগারেট আমদানি করা হয়েছে। কিন্ত দীর্ঘদিন হলেও এ পণ্যগুলো ছাড় করে নিতে আসছে না আমদানিকারক প্রতিষ্ঠান। কাস্টমসের এ বিষয়ে সন্দেহ হলে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সংবাদ পেয়ে মঙ্গলবার (১৩মে) সন্ধ্যায় সকল ধরণের প্রশাসনের সম্মুখে কনটেইনারটি খোলা হয়। ঘোষণায় ছিল “রিবন বা ফিতা” কিন্তু কনটেইনার খুলতেই বের হয় ওরিস সিলভার ব্র্যান্ডের ৭৮ লাখ শলাকা বিদেশী ব্রান্ডের সিগারেট। পরে কাগজ পত্র যাচাই-বাছাই করে আমদানি ঘোষণার সাথে মিল না থাকায় বিপুল পরিমাণ সিগারেট জব্দ করে মোংলা কাস্টমস হাউস।
কাস্টমস সূত্র আরো জানায়, ‘পি আই এল’ বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আসা ২০ ফুট দৈর্ঘ্যরে এই কন্টেইনারটি মেসার্স মুন্না এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের। কনটেইনারে থাকা ৩৯০টি প্যাকেজের প্রতিটিতেই সিগারেট ছিল। এসব সিগারেটের বাজারমূল্য সরকারি ভ্যাট ও আনুসাঙ্গিকসহ প্রাথমিকভাবে ধরা হয়েছে ৭ কোটি ৮০ লক্ষ টাকা। তবে ঘোষণা অনুযায়ী শুল্ক দিয়ে এ সকল সিগারেট আমদানি করলে তার বাজার মূল্য হতো পাঁচ কোটি চার লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা বলে জানান মোংলা কাস্টমস’র সহকারী কর্মকর্তা মোঃ রুবেল হাসান।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানের ধারণা ছিল শুল্ক ফাঁকি দিয়ে পণ্যগুলো ছাড়িয়ে নিয়ে যাবে। তাই ঘোষণার সাথে মিল না থাকা ও শুল্ক ফাঁকির সুস্পষ্ট চেষ্টা ছিল আমদানিকারকদের।
তিনি আরো বলেন, আমাদের নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এভাবে প্রতারণা করতে না পারে। মোংলা বন্দরের নিরাপত্তা ও রাজস্ব রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আর ঘোষণা বহির্ভূতভাবে যারা সিগারেট আমদানি করছে, গোপনীয় ভাবে আমদানিকারক এ প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি, কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে