শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় শুক্রবার (১৫ই মে) সকালে শরুব ইয়ুথ টিমের আয়োজনে "রান ফর ওয়াটার" শীর্ষক এক ম্যারাথন অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে অংশ গ্রহণ করেন প্রায় শতাধিক সচেতন নাগরিক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী।
গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ম্যারাথনটি সকাল ৬টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে বুড়িগোয়ালিনী আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে গিয়ে শেষ হয়।
অংশগ্রহণকারীরা পানি পন্য নয় পানি আমাদের অধিকার, 'সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই' শীর্ষক বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ম্যারাথনে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মোঃ আতিক হাসান, কিংকর মণ্ডল ও মোঃ ইব্রাহিম খলিল।
শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম জানান, উপকূলীয় শ্যামনগরে খাওয়ার পানির তীব্র সংকট দীর্ঘদিনের। লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই সংকট তুলে ধরতেই ব্যতিক্রমী আয়োজন।
অনুষ্ঠান শেষে আকাশনীলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনাসভায় বক্তারা নিরাপদ পানির দাবিকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে তুলে ধরেন এবং বলেন শুধু শ্যামনগর নয় পার্শ্ববর্তী উপজেলায় সুপেয় পানি, মানুষের ব্যবহারের পানি,ফসলের ক্ষেতে ব্যবহারের পানির সংকট রয়েছে। বিশেষ বর্তমান সময় শুস্ক মৌসুমে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। এলাকায় গবাদিপুশরও খাওয়ার পানির সংকট উল্লেখ করে বক্তারা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জানা যায়,ব্যতিক্রমী এ ম্যারাথনে অংম গ্রহণ করতে ২৭৭ জন অনলাইন নিবন্ধন করেন। পানিয় জলের সংকট সমাধানের দাবীতে এই আয়োজনে অংশ গ্রহণকারীদের মধ্যে ছিল এক উৎসবের আমেজ।
ছবি- শ্যামনগরে সুপেয় পানি সংকট সমাধানের দাবীতে ব্যতিক্রমধমী ম্যারাথন।
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ ঘন্টা ৫৯ মিনিট আগে