ঐ বর্ণিল চোখের তারায়,
যখন সোনালি অশ্রু গড়ায়,
এই আলতো হাতের ছোঁয়ায়
মুছে দেব তোমায়
সোনালী সন্ধ্যায়।
সুখের শিহরণে রাখবো বাহুডোরে,
যেন কখনো না হারায়।
বসন্তের সুভাষে,
ফাগুনের বাতাসে,
আজন্ম তোমার পাশে থাকব হৃদয় ঘেঁষে
রঙিন চাঁদোয়ায়।
প্রিয়সী, বড্ড বেশিই ভালোবাসি,
ভুলিয়ো না আমায়।
••
লেখক : সজিব হোসেন
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে