ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। মানুষের ভীড়ে হাসতে হাসতে আদালতে প্রবেশ করেন তিনি। সোয়া ১০টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
রোববার (২৬ জানুয়ারি) একই আদালত পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের, ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন।
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৮ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে