জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৪-২০২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
এ বছর কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ৬৭৪ মেট্রিক টন ধান এবং ডিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ১,০১৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মদ, খাদ্য গুদামের কর্মকর্তা আশিসুল ইসলাম, ধান ব্যবসায়ী আনোয়ারুল সাদাত লান্জু, স্থানীয় কৃষক, ডিলার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ কর্মসূচি কৃষকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।