◾মোঃ ফরমান উল্লাহ || মুসলমানরা কেন একহতে পারি না।কয়েক দিন যাবৎ পত্রপত্রিকায়,বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যে জানাতে পারলাম আসন্ন তাবলীগ জামাতের বড় জমায়েত টঙ্গিতে অনুষ্টতব্য বিশ্ব ইজতেমায় সাদ গ্রুপ আর যুবায়ের গ্রুপের মধ্যে সংঘর্ষ। কেন এসংঘর্ষ? উত্তরে আসবে নিজেদের আধিপাত্য বিস্তার নিজে ধর্মীয় কোন লাভে না।
কয়েক বছর আগেও দেখছি সাদ গ্রুপ আর যোবায়ের গ্রুপ একই প্লেটে খেয়েছেন। এখন কেন প্লেট দু ভাগে বিভক্ত হয়ে গেল? যেখানে বেশী বুদ্ধিমান লোক একত্রিত হয় যেখানে কিছু মতপার্থক্য দেখাদিতে পারে নিজের স্বার্থ বা নিজেদের তৈরী মতবেদ নিয়ে। এটা দু পক্ষ এক সাথে বাসে আলাপ আলচনার মাধ্যমে শেষ করতে পারেন।কিন্তু করবেন না এক পক্ষ হেরে যেতে পারে এই ভয়ে।
তাবলীগ জামাতের প্রবক্তা ভারতে জন্মগ্রহণ কারী তথাকতিথ হযরত ইলিয়াস(বঃ)। তিনি তো কোন নবী,সাহাবী বা তাবেতাবেঈ ছিলেন না। তাহলে ধর্ম নিয়ে তার তাবলীগ জামাতকে নিয়ে এত মাতামাতি কেন? ইলিয়াছের মতবাদ তাবলীহ জামাতকে নিয়ে এত রক্তারক্তি কেন? তাবলীগ জামাজ নিয়ে টঙ্গীতে যে রক্ত ক্ষয় সংঘর্ষ হয়েছে,মানুষ খুন হয়েছে এদায় কে নিবে?
ইসলাম শান্তির ধর্ম। তারপরও কয়েক বছর যাবৎ টঙ্গির ইজতেমাকে কেন্দ্র করে কেন এত রক্তারক্তি।কেন এত মানুষ খুন হবে?
এখন প্রশ্ন হলো সাদ পন্থী আর যোবায়ের পন্থীরা আল্লাহ এবং আল্লাহর রাসুল(সঃ) আদর্শ বাদ দিয়ে ইলিয়াছের আদর্শ বাস্তবানে এত রক্তারক্তি কেন?
সকল আদর্শ বাদ দিয়ে আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শ বাস্তবায়ন করলে ও আকড়ে ধরলে শান্তির ধর্ম ইসলামে শান্তিই থাকবে।কোন ব্যক্তি স্বার্থে নিজেকে বিলিয়ে দিয় কোন অশান্তির সৃষ্টি করবেন না।
(ছবি সংগৃহিত)
১৫ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
২৬ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৫ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৬ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৭ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে