সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রঙিন যশোর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-11-2022 04:32:13 pm

আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রঙিন হয়ে উঠেছে গোটা যশোর। শহরে বিভিন্ন স্থাপনায় লাল-নীল বাতিগুলোতে আলোর ঝর্ণাধারা বইছে। দিনের রঙিন সাজ আর রাতে দৃষ্টিনন্দন আলোকসজ্জ্বা যেন জানান দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন যশোর স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি প্রায় শেষ। 


কাঠ ও হার্ডবোর্ডের ফ্রেমে করে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শুভেচ্ছা গেইট তৈরির প্রস্তুতি চলছে। জেলা স্টেডিয়ামে পাঁচ থেকে ছয় লাখ নেতাকর্মীর সমাবেশ হবে বলে দাবি জেলার নেতাদের। এজন্য জনসভাস্থলে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত টয়লেট স্থাপন করা হচ্ছে। মাঠে মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। শৃঙ্খলা রক্ষায় মাঠে বাঁশের ব্যারিকেড দেওয়া হচ্ছে। এছাড়া মাঠে পানি দিয়ে রোলার করে মাটি সমান করার কাজ করা হচ্ছে।  


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যশোর শহর বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য ফিরে পেয়েছে প্রাণ। রাসেল চত্বর, ঈদগাহ মোড়, পালবাড়ি ভাস্কর্য মোড়, স্টেডিয়াম রোডের ভাস্কর্যে লাল-নীল বাতিগুলোতে আলোর ঝর্ণাধারা বইছে। সন্ধ্যার পরে শহরবাসী এই সব স্থাপনার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। 


সোমবার (২১ নভেম্বর) শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজ-সজ্জা উপ-পর্ষদের সদস্য এসএম মাহমুদ হাসান বিপু বলেন, ‘যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। কাঠ ও হার্ড বোর্ডের ফ্রেম করে প্যানা দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর গেট তৈরির প্রস্তুতি চলছে। জনসভাস্থলে জনসাধারণের জন্য পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সিসি ক্যামেরা বসানোর কাজ করছেন। মাঠে বাঁশ দিয়ে ব্যারিকেড করে বসার জায়গা তৈরি করার কাজ চলছে। প্রধানমন্ত্রীর মঞ্চের সামনে নারীদের বসার জায়গা করা হয়েছে। তার পরের অংশে পুরুষেরা বসবেন।’


যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘৫০ বছর আগে যশোর জেলা স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জনসভায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এবারও ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ লোকের সমাগম হবে শহর জুড়ে।’


স্টেডিয়াম পরির্দশনের সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃহত্তর যশোরবাসী। জনসভার জন্য স্টেডিয়াম প্রস্তুত । এই জনসভা সর্বকালের বৃহত্তর জনসভা হবে। লাখ লাখ লোক যশোরে আসবে প্রধানমন্ত্রীর কথা শুনতে।’



এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় যশোর পৌরপার্ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। পৌর পার্কের মধ্যে বিভিন্ন জায়গাতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, যাতে জনসাধারণ চলাচল করতে না পারে। অপরদিকে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে শহরের তোরণ ও পোস্টার না রাখার সিদ্ধান্ত হয় প্রশাসনের মিটিংয়ে। ওই সিদ্ধান্ত অনুযায়ী বিমানবন্দর থেকে যশোর স্টেডিয়াম পর্যন্ত জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তোরণ, ব্যানার, পোস্টারে খুলে ফেলার কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আরও খবর