মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল

বেড়েই চলছে সরকারি ঋণ, কমছে তারল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 02:00:05 am

ফাইল ছবি




◾ নিউজ ডেস্ক 


অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে পণ্যমূল্য বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে দৈনন্দিন চাহিদা পূরণে মানুষ ব্যাংকে আমানত রাখার চেয়ে নগদ টাকা হাতে রাখার দিকে ঝুঁকছেন। অনেকে সঞ্চয়ের অর্থ ভাঙিয়ে বাড়তি ব্যয়ের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি জ্বালানিসহ অত্যাবশ্যকীয় দ্রব্যের আমদানি ব্যয় পরিশোধে সরকারি ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডের মাধ্যমে অর্থ তুলে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 


গত তিন মাসে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য কমেছে প্রায় ২৯ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের আগস্ট মাস শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৭৭ কোটি টাকা। গত জুলাইয়ে তা ছিল ১ লাখ ৮৮ হাজার ৭২৫ কোটি টাকা। তার আগের মাসে উদ্বৃত্ত ছিল ২ লাখ ৩ হাজার ৪২৪ কোটি টাকা। সেই হিসাবে গত তিন মাসের ব্যবধানে ব্যাংকের তারল্য কমেছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। একইভাবে গত বছরের আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ছিল ২ লাখ ৩১ হাজার কোটি টাকা। সেই হিসাবে এক বছরে তারল্য কমেছে ৫৬ হাজার ৮২৩ কোটি টাকা। 



পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘গত জুলাই মাসে আমানতের প্রবৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। ঋণের প্রবৃদ্ধি ছিল ১৪ শতাংশেরও বেশি। ঋণের সুদহার কম হওয়ায় অনেকেই সহজে ঋণ নিচ্ছেন। এ ছাড়া ডলার বিক্রির মাধ্যমে বাজার থেকে প্রচুর টাকা তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আবার সরকারি ঋণও বেড়েছে। এসব কারণে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য কমেছে।’


বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের আগস্টে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ কমে ১৩ লাখ ৬৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আর চলতি বছরের জুলাই মাসে মোট চাহিদা আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে আগস্ট শেষে চাহিদা আমানতের পরিমাণ কমে ১ লাখ ৬০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। 


বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানায়, বৈদেশিক মুদ্রার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে ৪০০ কোটি ডলারের বেশি বিক্রি করে প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫ শতাংশ, যা গত ১২ বছরে সর্বোচ্চ। গত আগস্টের প্রথম সপ্তাহে পেট্রল, অকটেন, ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম সাড়ে ৪২ শতাংশ থেকে ৫১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।


এদিকে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত সরকারের ব্যাংক খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৭১২ কোটি টাকা। এর এক মাসে আগে অর্থাৎ গত আগস্ট পর্যন্ত এ ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে ১৫ হাজার ৬৬০ কোটি টাকা বেড়েছে। 


বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক নাম না প্রকাশ করার শর্তে জানান, আয়ের তুলনায় ব্যয় বাড়লে মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা কমে। সাম্প্রতিক সময়ে ব্যাপক মূল্যস্ফীতির চাপে আশানুরূপ হারে আমানত বাড়ছে না। পাশাপাশি ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সময়ে ভবিষ্যৎ প্রয়োজনের কথা ভেবে মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে হাতে নগদ অর্থ রাখতে চাইছেন। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বেঁধে দেওয়ায় ব্যাংকগুলোও বেশি সুদের হারে আমানত রাখতে আগ্রহ দেখাচ্ছে না।


আরও খবর





6808f7c52f836-230425082301.webp
কমলো সোনার দাম

১২ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে