বরিশালের বানারীপাড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মোটরসাইকেল শোডাউন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই শুক্রবার সকাল ৯ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতি হাফেজ মুহাম্মাদ অলিউল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ শামিম হাসানের সঞ্চালনায় মোটরসাইকেল শোডাউন ও রেলি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোল বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি।
শোডাউন শেষ পথসভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা ও যুবকদের
অধিকার রক্ষায় ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে এসে সকল যুবকদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সহ-সভাপতি আরমান হোসেন রিয়াদ। বানারীপাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন সহ স্থানীয় ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।