★★কবিতাঃ আকাশ ছোঁয়া★★
লেখক ঃ মোঃ নুরনবি হোসেন
সহকারী শিক্ষক দ্বারাজপুর মুক্তাঙ্গন সবুজ সংঘ স্কুল।
★দিনের মাঝে আমি আকাশের দিকে তাকিয়ে বেশ কিছু সময় কাটাই, আকাশের বুকে তাকালেই, নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, তবুও চুপচাপ আকাশের দিকে তাকিয়ে অর্থবহ মনে হয়, মনে হয় আকাশের দিকে হারিয়ে গিয়ে জীবনের গ্লানি ভুলে যাওয়া যায় ভাবনা গুলো ছুটি দেওয়া যায় হৃদয়ের প্রশান্ত করা যায়, তাই বোধ করি
আকাশের বুকে বিশাল
আমাদের গ্লানিতো কম নয় আমাদের ক্লান্তি ও ভীষন, আকাশের বুকে মুখ খোঁজে তাই, যতবার ব্যর্থতাতাকে মনে হয়
ওকিছু নয়,ওটা কিছু নয়
জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়,
পাওয়ার আগে তাই বেশ কিছু দেই, কান্না নেই, দীর্ঘ শ্বাস দেই,
প্রচুর সময় সাথে থাকার আশ্বাস দেয়,
বিনিময়ে আকাশে,বেঁচে থাকার স্পৃহা দেয়।
আমার বেদনাগুলো মুছে দেয়।
আকাশে আমার।,আমি আকাশের হই.....
১০ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
২৩ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
২৫ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে