◾প্রিয়তমা বর্ষা ◾
বেলাল হোসাইন বিদ্যুৎ
প্রাণের প্রিয়তমা বর্ষা
তুমি ছাড়া ভালো লাগে না ;
ভীষণ ভালোবাসি তোমায়
কেন যে হায় বুঝ না!
তোমাকে নিয়ে রাতদিন
কত স্বপ্ন দেখি ;
সারাটি ক্ষণ শুধু
তোমাকেই মনে করি।
বলো তুমি বুঝবে কবে
আমার ভালোবাসা
যেন তুমি আমার স্বপ্ন
তুমিই আমার আশা।
ভালোবাসি বলেই তোমায়
বারে বার চাই
এ জীবনে আর কিছু চাই না
যদি তোমায় পাই।
তুমি এসো আমায় ভালোবাসো
আগলে রেখো সারাটি জীবন ধরে
আমি অনন্তকাল থাকবো
শুধু তোমার হয়ে।
১০ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৩ দিন ৩২ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২৪ দিন ৩৭ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে