ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

কে হবেন বাংলাদেশের হার্দিক পান্ডে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 08:46:48 am

ফাইল ছবি

গাজী নাসিফুল ইসলাম


শিরোনাম দেখে হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন বাংলাদেশিদের কেন হার্দিক পান্ডিয়া হতে হবে। না সেরকম কিছু নয়। বরং বলছিলাম বাংলাদেশে কি কেউ এমন আছেন যিনি কি না হার্দিক পান্ডিয়ার রোল প্লে করতে পারবেন? 


হার্দিক পান্ডিয়ার রোল বলতে মূলত বোঝাতে চাচ্ছি যে ফিনিশারের রোল। আপনারা যারা চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখেছেন তারা নিশ্চয়ই একটা জিনিসই লক্ষ্য করেছেন ভারতের ম্যাচ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। কী নিখুঁত ফিনিশিংটাই না করলেন, তাই না? যখন তিনি ব্যাটিংয়ে নামেন তখন ভারত ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যেতে শুরু করে। তখন তাদের দরকার ৩৪ বলে ৫৯ রান। দৃশ্যত ভারতের জন্য এটা কোনো রান নয়। কিন্তু পিচ এবং ভারতের ব্যাটিংয়ের ধাচে সেদিন এটা কঠিন হলেও অবাক হওয়ার মতো কিছু হতো না। 


সে জায়গা থেকে ১৭ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন পান্ডিয়া। আর সবচেয়ে বড় কথা একজন ফিনিশারের বডি ল্যাংগুয়েজ যেমন থাকা দরকার তার মধ্যে তাই ছিল। আর শেষ ওভারে তার ফিনিশিংটা ছিল দেখার মতো। আপনার কি মনে হয়, এই জায়গায় বাংলাদেশ থাকলে ম্যাচ হেরে আসতে পারত?‌ অবশ্যই পারত। 


মূল আলোচনায় আসা যাক। বাংলাদেশ দলে হার্দিক পান্ডিয়ার মতো রোল কে প্লে করবে? জানি বাংলাদেশ দলে হার্দিক পান্ডিয়ার মতো হার্ড হিটার নেই। কিন্তু শেষ দিকে এরকম পরিস্থিতিতে তো পড়তেই হবে। আর তখন কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, তাই নয় কি? তখন কে নেবে দায়িত্ব? কারও কি সামর্থ্য আছে বাংলাদেশ দলে? সে থাকুক আর নাই থাকুক- এমন পরিস্থিতিতে পড়লে যাদের অবশ্যই লাগবে তাদের নিয়ে একটু আলোচনা করা যাক :


১. মাহমুদুল্লাহ রিয়াদ


যখন ফিনিশারের দায়িত্ব আসে বাংলাদেশ দলে তখন যে নামটি সবার আগে আসে তা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। নিদহাস ট্রফি, এশিয়া কাপ, বিশ্বকাপ এবং দ্বিপক্ষীয় সিরিজ সব মিলিয়ে বেশ কয়েকবার বাংলাদেশ দলকে বাঁচিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই ক্রিকেটপ্রেমীদের একটাই চাওয়া থাকবে জ্বলে উঠুক মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু কথা হচ্ছে সেই মাহমুদুল্লাহ আর এই মাহমুদুল্লাহ যে এক নয়। কেননা এখন আর তার সেই আগের ফর্ম নেই। তার ওপর সম্প্রতি হারিয়েছেন টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব। হতে পারে এটাই তার শেষ এশিয়া কাপ। আবার এশিয়া কাফ দিয়ে অবসরেও যেতে পারেন টি-টোয়েন্টি থেকে। তারপরও সবার প্রত্যাশা থাকবে মাহমুদুল্লাহর ওপর।


২. মোসাদ্দেক হোসেন


মাহমুদুল্লাহর পর যার দিকে ফিনিশিংয়ে ফোকাস বেশি থাকবে তিনি হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও কার্যত সৈকত পিওর ফিনিশার নন কিন্তু তারপরও তার ওপর আলাদা একটা ফোকাস অবশ্যই থাকবে। কারণ মোসাদ্দেক প্রায় সময় ফিনিশিংয়ে পারফরম্যান্স করেছেন। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, ২০১৯-এ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ এক ফিনিশিংয়ে জয় পায় বাংলাদেশ। তাই মোসাদ্দেকের ওপরেও ফোকাস থাকবে। 


৩. সাব্বির রহমান


প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ব্যাক করেছেন সাব্বির রহমান। তবে এখানে তিনি যোগ্যতা বলে ব্যাক করেননি। বরং যেন একটু হিট করতে পারেন তার সেজন্য দলে আনা হয়েছে। যেহেতু তিনি একজন হার্ড হিটার ব্যাটসম্যান, তাই ফিনিশিংয়ে তার থেকেও ভালো কিছু আশা করাই যায়। 


৪. আফিফ হোসেন


যদিও আফিফ হোসেন টপ অর্ডারে ব্যাটিং করবেন কিন্তু তারপরও দলের প্রয়োজন হলে তিনিও ফিনিশারের দায়িত্ব পালন করতে পারেন। কেননা তার আগেও টুকটাক ফিনিশিংয়ের অভিজ্ঞতা রয়েছে।‌ যদিও তার খেলার ধরন তাকে টপ অর্ডারে প্রমোশন দিয়েছে।‌ কেননা তিনি ধীরে ধীরে ব্যাটিং করে হিট করতে সক্ষম।‌‌ তবে টিম চাইলে তাকে ফিনিশিংয়ে ট্রাই করে দেখতে পারে। 


৫. শেখ মাহাদি 


যদিও এই নামটা দেখে আপনি অবাক হতে পারেন। তবে অবাক হওয়ার কিছু নেই। বিপিএলে শেখ মাহাদি ফিনিশিংয়ে ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু জাতীয় দলে ফিনিশিংয়ে এখনো সে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে যেহেতু ফিনিশিংটা পারেন‌‌ তাই আশা করতে দোষ কী।




আরও খবর