পাকিস্তানের পাশে দাঁড়াল শক্তিশালী এক মুসলিম দেশ রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার শান্তিগঞ্জে পিক-আপের ধাক্কায় শিশু নিহত,গুরুতর আহত-১ শেরপুরের ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত আম ধ্বংসসহ ২টি দোকানে জরিমানা ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মসজিদ কমিটির মোতায়াল্লি, সভাপতি, মুয়াজ্জিন ও ক্যাশিয়ার একই ব্যক্তি !! পীরগাছায় পাঁচদিন ধরে জামে মসজিদে তালা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি জাবিপ্রবিতে ইইই বিভাগে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের আল্টিমেটাম চীনের সঙ্গে চুক্তি, মোংলা বন্দর পরিণত হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু প্রতিক্রিয়া আক্রমণাত্মক ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত বেশকিছু আম ধ্বংস চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে রংপুর বিভাগে বদলি আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

যে কারণে আজ কলা খাবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 09:59:31 am

ফাইল ছবি

◾ ফিচার ডেস্ক


প্রাকৃতিক পণ্য ফলে আছে শরীরকে ভালো রাখার পুষ্টিকর উপাদান। সুস্বাস্থ্য ও কর্মক্ষম থাকতে আমাদের অনেকেই ফলের ওপর পুরোপুরি নির্ভর করে। স্বাভাবতই প্রশ্ন আসে কোন ফল খেতে সবাই পছন্দ করে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বলছে, সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফল টমেটো। এর পরই কলার চাহিদা বেশি। যারা কলা খেতে পছন্দ করেন দিনটি আজ তাদের।  


কলা এমন একটি ফল যা আমরা প্রায়ই খেয়ে থাকি। স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই, সহজপ্রাপ্তি এবং দাম তুলনামূলক কম হওয়ায় এই ফলের কদর আছে সব শ্রেণি-পেশার মানুষের কাছে।


দারুণ ফল কলার গুরুত্ব সামনে আনতে আজকের দিনটি বিশেষভাবে পালিত হয় আমেরিকায়। ২৭ আগস্ট, ‘ন্যাশনাল বানানা লাভারস ডে’।


কলা যদি হয়ে থাকে আপনার প্রিয় ফল, দিনটি আপনার জন্যই। কলাপ্রিয় না হলেও ক্ষতি নেই। বছরের কখনো না কখনো অন্তত একটি দুটি হলেও তো কলা খান।



◾কলা নিয়ে যা জানা দরকার  :


কলা দারুণ একটি ফল, এতে দ্বিমতের কোনো সুযোগ নেই। এটি এমন একটি ফল যা সবকিছুর সঙ্গে সহজে মিশেও নিজের অবস্থান ধরে রেখে দারুণ কিছু তৈরি করতে পারে। এ ছাড়া কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়, যা শরীরকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।


ঘুম থেকে উঠে নিস্তেজ সকালকে সতেজ করতে চাইলেই মর্নিং বুস্ট হিসেবে বানানা সেক হতে পারে দারুণ পানীয়। কয়েক চাচম প্রোটিন পাউডার, একটা কলা, কয়েকটা স্ট্রবেরি আর তৈরি হয়ে গেল সকালের সতেজতা।


এটি এমনই একটা ফল যা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয় না। কারণ, এর সব ধরনের কলা দিয়েই সুস্বাদু খাবার তৈরি করা যায়। নরম হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে তা দিয়ে তৈরি করা যেতে পারে বানানা ব্রেড।


তবে কলা সম্পর্কে আমরা যে বিষয়টি জানি না তা হলো, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের পূর্বপুরুষরা যে ধরনের কলা খেতেন আমরা তা খাই না। বিগত ১০০ বছরে কলার পূর্ববর্তী ধরন বদলে গেছে। তবে আমাদের ইতিহাসে একচেটিয়া সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ এ ফলটি।


কলাপ্রেমীরা এটাও নিশ্চয় জানেন কলার মধ্যে কোনো পোকা নেই। তার কারণ হলো, কলার ফলে রয়েছে সায়ানাইড নামক রাসায়নিক উপাদান। যা ফলটিতে পোকামাকড় হতে দেয় না।


এ ছাড়া ভিটামিন বি৬, ভিটামিন সি, পটাশিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান কলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। যা শরীরকে ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করে।


◾কলাপ্রেমীরা যেভাবে উদযাপন করবেন দিনটি :


কলাপ্রেমীরা আজকের দিনটি উদযাপনে সারা দিনে কলা এবং কলা দিয়ে তৈরি বিভিন্ন খাবার খেতে পারেন। আজকের সকাল শুরু করতে পারেন একটি সুস্বাদু ও পুষ্টিকর কলা দিয়ে। যা আপনাকে সারা দিনের প্রয়োজনীয় পটাসিয়াম সরবরাহ করবে। দুপুরের খাবারের জন্য কলা দিয়ে তৈরি স্মুদিই যথেষ্ট। যা খেতেও দারুণ এবং ভারী খাবারের অভাব পূরণেও অদ্বিতীয়। রাতে মাখন দিয়ে কলা-রুটি স্লাইস হতে পারে মজাদার ডিনার। এরপর ডেজার্টের জন্য উপভোগ করতে পারেন বানানা ফসটার বা বানানা কেক।