বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২১মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জের  বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাজ্ঞণে ২৫মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধার সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও সভার  সভাপতি  আব্দুছ ছালাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট  কে এম হোসেন আলী হাসান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি ছাত্রদের  উদ্দেশ্য বলেন,বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।

ইতিহাসের সেই ঘৃণিত চক্র এখনো সক্রিয় রয়েছে,। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

অনুষ্ঠানে সভাপতি  

আব্দুছ ছালাম খাঁন তিনি তার সমাপনী বক্তব্য বলেন,বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ২রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন; ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন এবং ১৫ই মার্চ থেকে ৩৫দফা নির্দেশনা পালনের আহব্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( দিবা শাখা) মো. মহসীন নূরী, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) প্রভাতি শাখা সনাতন দাস,  প্রমুখ। অনুষ্ঠানে  বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের  সহকারী  শিক্ষক মো. মেহেদী হাসান। 

উল্লেখ্য ঃ  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান কে স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম খাঁন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি বই তার হাতে  তুলেদেন, এবং  অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি কমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ বিষয় বই পড়বার জন্য ও ২০ হাজার টাকা বই  উপহার ঘোষণা করেন।

আরও খবর