শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁশকুড়া গ্রামে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ কার্তিক চন্দ্র সাহা (৪২) ও মো. আব্দুল হালিম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত দুই মাদক কারবারিদ্বয়রা হলো- মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা, অপর কারবারি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুল হালিম।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাশকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ময়মনসিংহ-থ-১১-০১৩৯ নং একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং তার গতিরোধ করে এবং সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো. আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক কারবারিদ্বয় ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো গাজীপুর পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
২২ ঘন্টা ২০ মিনিট আগে
২২ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে