জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার। প্রায় দেড়শ বছর ধরে চলে আসছে নাপাইচন্ডী মেলায় গাজী সাহেবের দরগাহে মান্নতি প্রথা রাজবাড়ীর গোয়ালন্দে ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

আকবর আলী কলেজ, ইংরেজি বিভাগের শিক্ষা সফরে ক্যামেরা বন্দি সোমপুর বিহার


দিনটি ছিল শুক্রবার। ভাষার মাস ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ভোরের কিচির মিচির মধুর কলতানি শেষে সূর্যের আলোয় আলোকিত সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া, সিরাজগঞ্জ। অপেক্ষার প্রহর শেষে সময় গড়িয়ে ৭ টা বাজে। হাটি হাটি পা পা করে সবাই একত্র হয়েছে আকবর আলী কলেজ গেটে। সবার মুখেই একরাশ হাসি বইছে। 

ইতিমধ্যে ৭:১০ মিনিটে বাস চলতে শুরু করলো সোমপুর বিহার, নওগাঁর উদ্দেশ্যে। দীর্ঘ দিন পর যার যার সিটে বসে  আনন্দে বিমোহিত ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থীরা। ২০০৯ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আকবর আলী কলেজে ইংরেজি বিভাগের পদযাত্রা। অন্যান্য বছরের মত এবারের শিক্ষা সফরেও মেলবন্ধন হয়েছে সকল বর্ষের শিক্ষার্থীদের। উক্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রভাষক, সম্মানিত ইয়াহিয়া স্যার, অতিথি হিসেবে ছিলেন জনাব মোরশেদ আলম স্যার, পদার্থ বিভাগ এবং নাসরিন সুলতানা সাহানা ম্যাম। 


বাস চলতে চলতে পথি-মধ্যে তথা বগুড়া পাওয়ার আগে সকালের নাস্তার পর্বের পরিসমাপ্তি হলো। সময় তখন সকাল ৯:৩০ টা এর মত। চলতি বাসে সবার একযোগে আনন্দের আভাস ভেসে উঠেছে। কেউ গান, কবিতা বা ইসলামী সংগীত পরিবেশন করছে গুন গুণ করে। এরপর কিছুক্ষণের মধ্যে শেষ হলো ডিপার্টমেন্ট কর্তৃক টিকিট বিক্রির আরও একটি ধাপ। এভাবে যেতে যেতেই পৌঁছে গেলাম স্বপনের সোমপুর বিহার, নওগাঁর গন্তব্যে। সময় তখন ঠিক দুপুর ১:০০ টা বাজে। তপ্ত দুপুর, কিছুটা বিরক্তও লাগছিলো কিন্তু একঘেয়েমি লাগে নি কখনো। আর এমন মজাদার আয়োজনে একঘেয়েমি লাগবে না এটাই স্বাভাবিক। 

ইতিমধ্যে সবার তড়ি-ঘড়ি করে জুম্মার সালাত আদায়ের কাজ সমাপ্ত হলো । অপরদিকে আঞ্জাম চলছে ভারি ভোজের আয়োজনে। এরপর যে যার মত স্বপ্নকে ছুঁতে ব্যস্ত। এভাবে সবাই অবিচল ইউনেস্কোখ্যাত সোমপুর বৌদ্ধ বিহার পরিদর্শনে। যে যার মত ক্যামেরাতে বন্দি হচ্ছে বাহারি রকম স্টাইলে। উক্ত ঐতিহাসিক সোমপুর বিহারটি ১৯৮৫ সালে ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করে। এভাবে চলতে চলতে ঘরির কাঁটায় পৌঁছে গেল বিকাল ৪:০০ টার দিকে। পরিদর্শন শেষে সমাপ্ত হলো ভোজের পর্ব। এবার কুইজ প্রতিযোগিতার আয়োজন। প্রকৃতপক্ষে এই শিক্ষা সফরের স্বার্থকতা উক্ত কুইজ আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে। কুইজের আয়োজন শেষ হয়ে গেল। তখন ঠিক গোধূলি লগ্ন। সারাদিন অতিবাহিত শেষে এবার বিদায়ের পালা। সবাই ব্যস্ত যে যার আসন গ্রহনের কাজে। বাস ছাড়লো তখন ৬:২০ বাজে। বাসে যেতে যেতে এবার চুড়ান্ত আকর্ষণ পর্বের পালা। লটারি এবং কুইজ প্রতিযোগিতা ফলাফল ঘোষণার পালা। চলতে চলতে সফরের শেষ মুহুর্ত চলে আসলো। আনন্দের শেষ জোটে সবাই ব্যস্ত। ১০:৩০ বাজতেই বাস এসে থেমে গেল ক্যাম্পাস গেটে। তারপর সবার বিদায়ের পালা। এমন মুহুর্ত ছেড়ে যেতে না চাইলেও, যেতে বাধ্য হলো নিজ বাস ভবনে। 


সবাই  একে একে বিদায় নিলো আকবর আলী কলেজ গেইট থেকে।  দিনটি শেষ হয়ে গেলেও সহস্রাধিক কাল গেঁথে থাকবে স্মৃতির এলবামে।


• লেখক: মনিরুল ইসলাম

শিক্ষার্থী; ইংরেজি বিভাগ,

সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ।


আরও খবর