সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার মশিপুর সরিষাকোল বাজার নামক স্থানে ১০ই অক্টোবর সোমবার আনুমানিক সকাল ৭ ঘটিকায় এ্যাম্বুলেন্স এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো: আসাদুজ্জামান (৪৫) নিহত হয়েছে। আহত ২ জনকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া অভিমুখী অ্যাম্বুলেন্স ও শাহজাদপুর অভিমুখী মুরগির বাচ্চা বোঝাই সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আসাদুজ্জামান নিহত হয়েছে।
নিহত আসাদুজ্জামান, সিরাজগঞ্জ সদর থানার বগুতগাতি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আসাদুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
৭২৫ দিন ১৪ মিনিট আগে
৭৭৫ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭৭৫ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৭৫ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৭৫ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৮৭ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
৮০০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে