ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় চলা অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জাটকা রক্ষায় চলা অভিযানের অংশ হিসেবে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীতে অভিযান চালানো হয়।
এ সময় মৌডুবির নিজকাটা থেকে চালিতাবুনিয়া হয়ে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী একতলা লঞ্চ ও একটি ট্রলারে তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে এতিমখানার প্রতিনিধি ও দুস্থ-অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়।
ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ।
১০০ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০১ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১১২ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯১ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
৩৩৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪০ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৬৯ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৪১০ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে