হবিগঞ্জের মাধবপুরে মৎস্য খামারের আল মোতাব্বির নামে নৈশপ্রহরী করা হয়েছিল, সেই অপহরণ মাামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার এসআই রাজিব রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকা থেকে উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে। উজ্জ্বল মিয়া পূর্ব মাধবপুর গ্রামের গনু মিয়ার ছেলে। মামলার বাদি নাজিফা বেগম জানান, গত বৃহস্পতিবার রাত ৮ দিকে মাধবপুর উপজেলার ঘিলাতলি দীঘিরপাড় খানকাশরীফ মসজিদের গেইট থেকে তার ভাই আল মোতাব্বিরকে অপহরণ করে নিয়ে যায় উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা, নাফিজা বেগম বাদি হয়ে উজ্জ্বল মিয়াকে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন। গ্রেফতার উজ্জ্বল মিয়াকে বুধবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯৬ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৭ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১৩ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১৩ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪৩২ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৪৫৯ দিন ৫১ মিনিট আগে
৪৬৩ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৭২ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে