বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

লাখাইয়ে তৃতীয় লিঙ্গের মানুষ সুরমা স্বপ্ন জয়ের গল্প

লাখাইয়ে সুরমা হিজরার স্বপ্ন জয়ের গল্প।লাখাই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি সুরমা হিজরা সমাজের  মূলধারায় সম্পৃক্ত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। লক্ষ্য পুরনে তার সগোত্রীয়দের নিয়ে এবং তাদেরকে দেশের উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


এক সময় সে নিজেকে আড়াল করে রাখাতো।কিন্তু বিগত ২০২১ সালের শেষদিকে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও ক্রিশ্চিয়ান এইড এর কারিগরি সহায়তায় পরিচালিত ওয়েব ফাউন্ডেশন এর উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় লাখাই উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব গ্রহণ করার সুবাধে সমাজে সে নিজেকে সম্পৃক্ত করার প্রয়াস চালাতে থাকে।মনের সব জড়তা ও হীনমন্যতাকে দূরে ঠেলে নিজেকে সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এডভোকেসী নেটওয়ার্ক কমিটির মাধ্যমে তার মনোবল বেড়ে যায় বহুলাংশে।


এরই এক পর্যায়ে বিগত ২০২১ সালের  ২৮ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাখাই উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন পরিষদ ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে নির্বাচনে অংশ নেন। তার এ প্রথম বারের মতো নিরবাচনে অংশ নিয়ে বেশ প্রতিকূলতার সম্মুখীন হয়।তবে স্থানীয় সচেতন মহলের একটি অংশ ও এডভোকেসী নেটওয়ার্ক কমিটি  তাঁর নির্বাচনী প্রচারনায় সরাসরি সম্পৃক্ততার ফলে ও হিজরাদের বিষয়ে জনগনের দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন ঘটাতে প্রচেষ্টা অব্যাহত থাকায়  নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসা সম্ভব হয়।সচেতন মহলের প্রচেষ্টা ও সুরমার।স্বীয় চেষ্টা, অদম্য মনোবলে বলিয়ান সুরমা হিজরা শেষ পর্যন্ত ভোটের মাঠ থেকে তার ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সামান্য ভোটের ব্যবধানে পরাজয় বরন করেন।তবুও তিনি মনোবল হারাননি। আবারও আগামী নির্বাচনে অংশ  নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে আসছেন।


উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন এর ভাদিকারা গ্রামের মৃত মালি বক্সের ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ৪ র্থ  সন্তান সুরমা হিজরা তার স্বগোত্রীয়দের জীবন মান উন্নয়ন এর লক্ষ্যে তাদের সংগঠিত করে  এক সাথে চলার প্রত্যয় নিয়ে গঠন করেছেন  লাখাই উপজেলা হিজরা কল্যাণ সমিতি। তিনি এর প্রতিষ্ঠা আহবায়ক। এ কমিটির পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া চলমান।হিজরাদের উন্নয়নের পাশাপাশি সমাজের দরিদ্রদের বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতা করে আসছেন। বিগত মাস ছয়েক পূর্বে তিনি তাঁর গ্রামের এক অসহায় সনাতন ধর্মাবলম্বী মহিলাকে সুরমা তাঁর নিজস্ব অর্থায়নে হবিগঞ্জ জেলা শহরে নিয়ে সিজারিয়ান অপারেশন করান।এছাড়াও তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ও এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সকল কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহন করে আসছেন। এ বিষয়ে সুরমা হিজরার সাথে আলাপকালে জানান  লাখাইয়ে এডভোকেসী নেটওয়ার্ক কমিটিতে আমাকে যুক্ত করায় আমি আমার কমিউনিটির জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিগত নির্বাচনে এ কমিটির চেয়ারপার্সন মোঃ বাহার উদ্দিন সহ অনেকে আমার প্রচার-প্রচারণা  সহ বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতা করেছেন। নানাভাবে উৎসাহ ও সাহস যুগিয়ে যাচ্ছেন।তিনি আরোও বলেন আমরা হিজরাও চাই  সমাজে সন্মান জনক পেশা নিয়ে বাঁচতে।বিয়েবাড়ি ও হাট বাজারে  চাঁদা নেওয়া আমাদের কাম্য নয়।আমরা বিভিন্ন আয়বর্ধক কাজের প্রশিক্ষণ গ্রহণ করে কাজ করতে চাই।


এক্ষেত্রে ওয়েব ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পুরনে কাজ করাতে আমরা আশাবাদী। আমরা আমাদের পূর্বের পেশা থেকে সরে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।  এডভোকেসী নেটওয়ার্ক এর  মাধ্যমে আমাদের  সমাজের মূলধারায় যুক্ত করার জন্য আমি ওয়েব ফাউন্ডেশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও খবর