বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

হবিগঞ্জের বিভিন্ন পুকুর পরিদর্শনে জেলা বাপা।

হবিগঞ্জের বিভিন্ন পুকুর পরিদর্শনে জেলা বাপা। 


টাউন মডেল স: প্রা: বিদ্যালয় সংলগ্ন পুকুরসহ কয়েকটি পুকুর পরিদর্শন করেছে বাপা হবিগঞ্জ


পুনঃ খনন ও দৃষ্টিনন্দন করার মাধ্যমে নাগরিক সুবিধায় সম্পৃক্ত করার দাবি



হবিগঞ্জ পৌর এলাকার টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরসহ আরো কয়েকটি পুকুর পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে তারা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার ( ১৭ জানুয়ারি) দুপুরে বাপা প্রতিনিধি দল টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি পরিদর্শনে যান।


এর পূর্বে তারা জানতে পারেন হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পুকুরটির মাঝ থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করা হয়েছে। সরজমিনে গিয়ে তারা এ বিষয় প্রত্যক্ষ করেন।


বাপা প্রতিনিধিদল শহরের টাউন মসজিদ সড়কের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ও তিনকোনা পুকুর পরিদর্শন করেন। এসময় মেয়র আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।


এছাড়াও বাপা' র পক্ষ থেকে শায়েস্তানগর (পশ্চিম) উচাইল মার্কেটের পেছনে অবস্থিত পুকুর পরিদর্শন করা হয়।


বাপা প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান ও পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

পুকুরটি দখলমুক্ত করায় জেলা প্রশাসক ও পৌর মেয়রকে ধন্যবাদ জানানো হয় বাপা হবিগঞ্জের পক্ষ থেকে।


এসময় বাপা'র পক্ষ থেকে বলা হয়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরসহ হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি পুকুর রক্ষার ব্যাপারে  আন্দোলন চালিয়ে আসছেন। হবিগঞ্জের বিভিন্ন পুকুর -জলাশয় দখলমুক্ত করার বিষয়গুলো তুলে ধরে বলা হয়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির অবনমন এর কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় হবিগঞ্জে। 


বাপা নেতৃবৃন্দ টাউন মডেল সংলগ্ন পুকুরটি পুনঃখনন ও দৃষ্টিনন্দন করার মাধ্যমে হবিগঞ্জবাসীর নাগরিক সুবিধায় একে সম্পৃক্ত করার দাবি জানান।


পৌর মেয়র আতাউর রহমান সেলিম বাপাসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়ন কর্মকান্ড করার প্রত্যয় ব্যক্ত করেন।


বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কোষাধাক্ষ হাফিজুর রহমান নিয়ন, নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, এডভোকেট শায়লা খান, বাহার উদ্দিন, এম এ ওয়াহেদ,  আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

আরও খবর