বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম গার্লস হাইস্কুলে এস,এস,সি ফরম পুরণে অতিরিক্ত ফ্রি আদায়।

 অভিযোগ উঠেছে উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট( এস,এস,সি) পরীক্ষার ফরম পুরনকালে  অতিরিক্ত পাঠদানের নামে অর্থ আদায় করে চলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও তাদের অভিভাবক সূত্রে জানা যায় বিধিমালা অনুযায়ী ফরম পুরনের সাথে অতিরিক্ত পাঠদানের নামে প্রতি পরীক্ষার্থীর নিকট থেকে দেড় হাজার টাকা করে আদায়  করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।খোঁজ নিয়ে জানা যায় এবছর মানবিক বিভাগে ২ হাজার ২ শত এবং অন্য বিভাগের ২ হাজার ৩ শত টাকা ফরম পুরনের জন্য বিধান রয়েছে।কিন্তু ফরম পুরনের বিধিমালা বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করছেন সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ।অতিরিক্ত অর্থ সহ ফরম পুরনের স্বঘোষিত নীতিমালা বলবৎ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।কোন কোন শিক্ষার্থী অতিরিক্ত অর্থ দিয়ে ফরম পুরন করতে পারছেনা।ফলে তাদের আগামী বছরের এস,এস,সি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে আরোও জানা যায় এ বছর বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে   এস এস সি পরীক্ষায় ব্যবসা শিক্ষা, মানবিক, বিজ্ঞান  বিভাগে মোট ৫৬ জন পরীক্ষার্থী।  

এ ব্যপারে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বদিউল আলম কাজল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান ছাত্রীদের কাছ  থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি আমার জানা নেই। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ছাড়া প্রধান শিক্ষক ফজলুল করীম সহ শিক্ষকবৃন্দ যদি  অতিরিক্ত অর্থ আদায়ের  করে থাকে, তবে এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে জানতে চাইলে তিনি জানান বিধিমালা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান বুধবার (৮ নভেম্বর)  মিটিং আছে, এ বিষয়টি উত্থাপন করে আলোচনা করা হবে। 

এ ব্যপারে প্রধান শিক্ষক ফজলুল করীম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পাঠদানের জন্য বিজ্ঞান ও ব্যবসা বিভাগের ছাত্রীদের প্রত্যেক এর কাছ থেকে নেয়া হয়েছে ২ হাজার টাকা এবং মানবিক শাখার ছাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছে দেড় হাজার টাকা। এ ব্যপারে সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে কোন বিভাগে কতজন ছাত্রী  পরীক্ষার্থী আছে জানতে চাইলে তিনি জানান খাতাপত্র না দেখে কিছু বলতে পারব না তবে এখনও আরো ছাত্রীর ফরম পুরন বাকি রয়েছে। 

 এ  বিষয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে কোন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ছাড়া কোচিং ক্লাশ করার নামে কোন প্রকার টাকা গ্রাহন করা যাবে না। তবে যদি কোন শিক্ষা প্রতিষ্টানের প্রধান করে থাকে তা হলে এটা সম্পুর্ন অবৈধ।এ

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার এর সাথে আলাপকালে জানান অতিরিক্ত পাঠদানের নামে অর্থআদায়ের কোন বিধান নেই। এক্ষেত্রে কোন প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এ দপ্তর তো আমার নয় তবুও যদি কোন অভিযোগ পাওয়া যায় তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর