কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩কেজি গাজা সহ এক মহিলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।১৯ এপ্রিল বুধবার রাতে তাকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের বড় খাটামারী এলাকার বসত বাড়িতে অভিযান চালিয়ে ৩কেজি গাজা সহ এক মাদক কারবারি কে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃত মাদক কারবারি হলো ঐ এলাকার মোঃ নুরনবীর স্ত্রী মোছাঃ সাবানা খাতুন।পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক কৃত মহিলার স্বামী ও দেবর কৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায় আটক কৃত আসামীকে মাদকদ্রব্য গাঁজা এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক আসামী মোঃ নূরনবী ইসলাম(গ্রেফতারকৃত শাবানার স্বামী) (৩৫) মোঃ আল আমিন (২৯), উভয় পিতা- মোঃ আব্দুল আজিজ দের মাধ্যমে তারা পরস্পর সহযোগীতায় উক্ত গাঁজা ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ২৩ তাং ২০/০৪/২৩ ইং, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
৬৯৯ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭০০ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৭০৬ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭১৯ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭৩৮ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৩৮ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৩৯ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৭৩৯ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে