পঞ্চাশোর্ধ বয়সী যশোরের অভয়নগরের শংকরপাশা (ফকিরপাড়া) এলাকার ডাব বিক্রেতা গাছি ফজের আলী, পঞ্চাশোর্ধ বয়সী গাছি ফজর আলী, দীর্ঘ ৪০ বছর নারিকেল গাছে ওঠেন ডাব পাড়েন,আর ক্রয় করে বাজারে বিক্রয় করেন এটাই তার একমাত্র পেশা। তিনি বলেন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের আমল থেকেই এই নারিকেল গাছে উঠে ডাব পাড়ি আর বিক্রয় করি বড়ই কষ্টের জীবন। বর্তমানে তার বয়স ৫৫ বছর। এপর্যন্ত তিনি তিনবার দুর্ঘটনার শিকার হয়েছেন, গাছ থেকে পডে আঘাত পেয়েছেন মেরুদন্ডের হাড়ে, তবুও এটাই তার পেশা, কি আর করবে!পরিবারে বর্তমানে মোট সদস্য সংখ্যা পাঁচ জন,এর উপরই নির্ভর করে চলতে হয় তার। বসতভিটা ছাড়া তার কোন জায়গা জমি নাই। সারাদিন গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে ভ্যান নিয়ে ঘুরে ঘুরে সন্ধান করেন, কার নারিকেল গাছে ডাব আছে, দরদাম করে সেই ডাব ক্রয় করে থাকেন, এরপর পাইকারি দামে নোওয়াপাড়া শহরে বিক্রয় করেন, তিনি আক্ষেপ করে বলেন দীর্ঘ ৪০ বছর যাবৎ জীবনের,ঝুঁকি নিয়ে বড় বড় নারিকেল গাছে উঠে ডাব পাড়ি, আর সেই সুমিষ্ট পানির ডাব মানুষ তৃপ্তি সহকারে পান করার সুযোগ পান আমাদের মত গাছিদের পরিশ্রমের কারণে। কিন্তু এপর্যন্ত কারও নিকট থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। অনেক খেজুর গাছিরা সাহায্য সহযোগিতা অনুপ্রেরণা পেয়ে থাকেন, অথচ আমাদের মতো ডাব পাড়া গাছিদের তেমনটা দেখা যায় না,তাই তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার আশা পোষণ করেন ঐ পরিশ্রমী গাছি।
২০ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
২২ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে